পলাশবাড়ী পৌর প্রতিনিধি ►
পলাশবাড়ীতে ভূয়া সনদে মাদ্রাসায় চাকুরী, অভিভাবক সদস্য কর্তৃক কোর্টে মামলাসহ একাধিক দপ্তরে অভিযোগ দাখিলের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগকারীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
৫ আগস্ট শনিবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী অভিভাবক সদস্য নাজমুল হক বলেন, পলাশবাড়ীর মাঠের বাজার আবু বক্কর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ও কতিপয় অসাধু ব্যক্তির যোগসাজসে মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে ওই মাদ্রাসায় সুনিল কুমার ও মিশু আক্তারকে গোপনে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া চালায়। বিষয়টি জানতে পেরে ওই মাদ্রাসার একাধিক অভিভাবক সদস্য নিয়োগ বাতিলের জন্য গাইবান্ধা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি বিচারাধীন রয়েছে।
এমতাবস্থায় গত ২০২৩ সালের ২৩ জুন অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করে সুনীল কুমার ও মিশু আক্তারকে নিয়োগ দেন। বিষয়টি জানাজানি হলে ওই মাদ্রাসার অভিভাবক সদস্য নাজমুল হক প্রধান, আব্দুল মালেক মন্ডল ও খয়বার সর্দার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক দপ্তরে অবৈধ নিয়োগ বাতিলের জন্য অভিযোগ দাখিল করেন।
পরবর্তীতে সুনীল কুমার কিছু ভাড়াটিয়া লোকজনকে নিয়ে অভিযোগকারী নাজমুলকে হুমকি প্রদান করেন যে, ৮ লক্ষ টাকা ডোনেশন দিয়ে চাকুরি নিয়েছি। চাকুরি না হলে ডোনেশনের ৮ লক্ষ টাকা ফেরৎসহ সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করেন। এব্যাপারে ভুক্তভোগী অভিভাবক সদস্য নাজমুল হক প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।