• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৪

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

মাধুকর ডেস্ক►

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এ ম্যাচ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে নতুন করে নিয়ম বদলে রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে। এমন ম্যাচে আজ টসে জিতেছেন বাবর আজম। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তান গতকালই ম্যাচের একাদশ দিয়ে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশে কোনো পরিবর্তন করেনি। বিশেষজ্ঞদের অবাক করে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে একাদশে রেখে দিয়েছে।

আজ আগে বোলিং করার ব্যাপারে বাবরের যুক্তি, ‘আমার মনে হয় হালকা আদ্রতা আছে, আমাদের এটা ব্যবহার করতে হবে।’

ওদিকে আজ দলে দুটি পরিবর্তন এনেছে ভারত। একটি পরিবর্তন হবে জানাই ছিল। নেপালের বিপক্ষে বিশ্রাম পেয়েছিলেন যশপ্রীত বুমরা। আর চারে শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় দলে ঢুকেছেন সদ্য চোট কাটানো লোকেশ রাহুল।  

পাকিস্তান দল

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহামদ রিজওয়ান, আজা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারত দল

রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়