Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৯-২০২৩, সময়ঃ সকাল ১০:৫৬

বিকেলে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

বিকেলে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

মাধুকর ডেস্ক►

এশিয়া কাপ ক্রিকেটে সেরা চারের লড়াই শুরু হচ্ছে আজ বুধবার (৬ সেপ্টেম্বর)। পাকিস্তানের লাহোরে সুপার ফোরের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় জয়ের ধারাবাহিকতা সুপার ফোরের প্রথম ম্যাচেও বাংলাদেশ ধরে রাখতে চায়। পাকিস্তানকে ঘরের মাঠে হারানো কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করে বাংলাদেশের ক্রিকেটাররা। অন্যদিকে, ঘরের মাঠে পাকিস্তানও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। গাদ্দাফি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

শ্রীলঙ্কার কাছে পরাজয় দিয়ে এবার এশিয়া কাপ মিশন শুরু হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ। সুপার ফোরে সব দলকেই শুরু করতে হবে নতুনভাবে। এই পর্বে চারটি দলই খেলবে একে অপরের সাথে। সেখান থেকে শীর্ষ দুই দল ফাইনালে উঠবে।

সুপার ফোর পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। লাহোরে তীব্র গরমের কারণে ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ দল। তবে হোটেলেই খেলার রণ কৌশল ঠিক করে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের পর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ক্রিকেটারদের বিশ্রামে রেখে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে সুপার ফোরের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে নাজমুল শান্ত’র হ্যামস্ট্রিং ইনজুরি। এ কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শান্ত। তার জায়গায় খেলবেন লিটন দাস। পাকিস্তানকে হারানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল।

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তান দলে ব্যাটিং ও বোলিংয়ে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা খেলার পার্থক্য গড়ে দিতে পারেন। ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে ভাল শুরু করতে চায় পাকিস্তান।

গাদ্দাফি স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। এখানে উইকেটে টিকে থাকলে দুই দলের ব্যাটসম্যানরাই রান উৎসবে মেতে উঠতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad