• মাধুকর প্রতিনিধি
  • ৩ দিন আগে

বাকবিশিস গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত

বাকবিশিস গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক ►

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা  আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) আয়োজিত শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন, পূর্ণাঙ্গ উৎসবভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ১১দফা দাবী বাস্তবায়নের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে ডিবি রোডস্থ আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক কে এম নেয়ামুল আহসান পামেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ সাজেদুল হক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শফিউল ইসলাম, নির্বাহী সদস্য নিহার রঞ্জন সুজন, ময়নুল কবির মন্ডল, তোফায়েল হক সরকার, সাখাওয়াত হোসেন, মাহফুজার রহমান স্বপন, রাজু চৌহান প্রমুখ।

বাকবিশিস এর মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে  প্রধানমন্ত্রী বরাবর দেশের শিক্ষা ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দুঃখ কষ্ট লাঘবে ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশায় ১১দফা দাবী সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়