মাধুকর ডেস্ক ►
বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সার্টিফিকেট বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দিচ্ছে আওয়ামী লীগ সরকার। এসব সুবিধা গ্রহণ করার জন্য ভুয়া মুক্তিযোদ্ধারও অভাব নেই। তাই মেশিন রিডেবল ডিজিটাল সার্টিফিকেটের পাশাপাশি ডিজিটাল আইডি কার্ড দিচ্ছে সরকার।
তিনি আরও বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ পরিবারের মাঝে সরকার নিয়মিত সম্মানি ভাতা দিয়ে যাচ্ছেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তান ও তাদের পরবর্তী প্রজন্মের লেখাপড়ায় সহায়তা ও উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরতদেরকে অন্তর্ভুক্ত করে ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করছে।
অনুষ্ঠানে ৮৪ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়। এর মধ্যে জীবিত ৪০ জন ও মৃত ৪৪ জন। মুক্তিযোদ্ধারা ডিজিটাল সার্টিফিকেট পেয়ে সন্তোষ প্রকাশ করেন।