• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৯-২০২২, সময়ঃ বিকাল ০৪:০৫
  • ১১১ বার দেখা হয়েছে

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দারিয়াপুর রাস্তার বেহাল দশা

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দারিয়াপুর রাস্তার বেহাল দশা


দারিয়াপুর সংবাদদাতা  ►


গাইবান্ধা সদর উপজেলা দারিয়াপুর হতে আনালেরতাড়ী যাওয়ার একমাত্র সড়কটি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। দারিয়াপুর গরুর হাটের পশ্চিম পাশের সড়কে সারাবছর নোংরা পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আশে পাশের সকল পানি নিষ্কাশন হয় সড়কের উপর দিয়ে। যার ফলে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দক তৈরী হয়েছে। চলাচলে যানবহন সহ পথচারীদের পড়তে হয় মহা ভোগান্তিতে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দারিয়াপুর তেঁতুল তলা-আনালেরতাড়ী সড়কের ওই স্থানের পাশ দিয়ে প্রায় ৩০০ হাতের মধ্যে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। আশপাশের পানি সড়কের পাশে জমে থাকে। সড়ক ও জনপথ থেকে সড়কটি পাকা করা হলেও উঠে যাচ্ছে কার্পেটিং। যার ফলে রাস্তা ভেঙ্গে পরিণত হচ্ছে খানা-খন্দে। দারিয়াপুর হতে আনালেরতাড়ী যাওয়ার জন্য এটিই একমাত্র সড়ক। এই সড়কের উপর দিয়ে নানা ধরণের যানবহন ও পথচারীদের চলাচল করে প্রতিনিয়ত। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল। একটু বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এছাড়াও খানা-খন্দক সৃষ্টি হবার ফলে রাস্তা দিয়ে যাতায়াত করা চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ পথচারীদের। এমন একটি সড়কের এরূপ বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনায় ভুগছেন সাধারণ মানুষ। 

খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানি বলেন, উল্লেখিত স্থানে আমি কয়েকবার টুকরো ইট বিছিয়েছি তবে ওখানে ড্রেন নির্মাণকরা জরুরী। আমি দেখেছি ওই সড়কটির বেহাল দশা। এটি সড়ক ও জনপথের কাজ। আশা করি উনারা বিষয়টি আমলে নিয়ে শীঘ্রই সৃষ্ঠ সমস্যা নিরসনে জরুরী ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়