পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের ৫০তম বাংলাদেশ জাতীয় গ্রীম্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ: মাহতাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজর মোহাম্মদ আলমগীর হুসেন, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, পলাশবাড়ী এসএমবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম প্রধান, কাশিয়াবাড়ী স্কুল কলেজের অধ্যক্ষ মাহাবুব হাসান, আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকেদুর রহমান ও বরিশাল উচ্চ বিদ্যালয়ের এটিএম জিল্লুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ অন্যান্য তালিকাভূক্ত খেলায় ১টি পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে অতিথিবৃন্দ পৃথক পৃথক খেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানারআপ প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।