Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১০

পলাশবাড়ীতে চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

পলাশবাড়ীতে চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ►

পলাশবাড়ী কৃষি অফিসের হলরুমে কৃষি সম্পসারন অধিদপ্তরের সহযোগিতায় শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে বিনা কতৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবন কালিন আমন ধানের জাত পরিচিতি  ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক এক প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিসার মোছা:ফাতেমা আক্তার মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টায় কৃষক প্রশিক্ষণে উপ-পরিচালক গাইবান্ধা কৃষি সম্প্রসারণ খোরশেদ আলম বলেন, পরিকল্পিতভাবে চাষ করলে তাতে অনেক বেশি লাভ হয়। চাষের বাৎসরিক  পরিকপ্লনা  করে চাষ করলে ভালো উৎপাদন সম্ভব  বলে প্রশিক্ষণর্থীদের জানান।তিনি আরো বলেন, দু-ফশলি থেকে তিন ফশলি জমি ব্যবহার করা উত্তম।

কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম মহা পরিচালক বিনা, ময়মনসিংহ, বিশেষ অতিথি ডঃ মোঃ আঃমালেক পরিচালক (গবেষক) বিনা,মোহাম্মদ ইয়ামিন খান  উপ-সচিবনীতি শাখা -৩- কৃষি মন্ত্রনালয়,ডঃ সাবিনা খানম -পিএ,এনারা প্রশিক্ষণে ভার্চুয়ালি সংযুক্ত হন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মো: হারুনর রশীদ কৃষি সম্প্রসারণ অভিসার ও অনিকা জাহান তৈশী কৃষি সম্প্রসারণ অভিসার পলাশবাড়ী, সাধারণ সম্পাদক প্রেসক্লাব পলাশবাড়ী আবুল কালাম আজাদ, সাংবাদিক মাসুদা রহমান। আয়োজনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র রংপুর ও অথ্যায়নে পরমাণু কৌশলের মাধ্যমে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad