• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৯

পলাশবাড়ীতে এডওয়াফের কার্যক্রম মনিটরিং ও পর্যালোচনা সভা

পলাশবাড়ীতে এডওয়াফের কার্যক্রম মনিটরিং ও পর্যালোচনা সভা

পলাশবাড়ী পৌর প্রতিনিধি►

পলাশবাড়ীতে জনসংখ্যা ও উন্নয়ন ইস্য(এসপিসিপিডি) কিশোর কল্যাণ অ্যাকশন ফোরাম এডওয়াফ একীভূতকরণে সংসদের সক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ সংসদ সচিবলায় এবং ইউএনএফপিএ পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এডওয়াফ কার্যক্রম মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও এসপিসিপিডি এর প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,ইউএনএফপিএ এর টেকনিক্যাল অফিসার খন্দকার জাকির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন প্রমূখ।

এছাড়াও প্রকল্পের আওতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এডওয়াফ কমিটির সদস্য শিক্ষার্থীগণ তাদের কমিটির কার্যক্রম ও সমস্যা গুলো তুলে ধরেন উপজেলার পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী তাকিয়া সুলতানা ,আকলিমা আক্তার, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ওমেলা সরকার, পলাশবাড়ী এ এ এস বি পি মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া মনি, পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির আস আদ খান।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়