• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১১-২০২৩, সময়ঃ সকাল ১১:১৩
  • ২২ বার দেখা হয়েছে

ঐতিহ্যবাহী খারুভাজ বিল ঘিরে নির্মাণ করা হয়েছে ইকোপার্ক

ঐতিহ্যবাহী খারুভাজ বিল ঘিরে নির্মাণ করা হয়েছে ইকোপার্ক

মাধুকর ডেস্ক

খারুভাজ পার্ক। পার্কের ভিতরে ছাউনিতে বসে আড্ডা, বিলের বুকে নৌভ্রমণ, দলবেঁধে বিলের পানিতে হাঁসের ছুটোছুটি, গাছগাছালিতে সজ্জিত বিলের চারপাশ এমনই প্রাকৃতিক পরিবেশ নিয়ে সাজানো হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী খারুভাজ বিল ঘিরে নির্মাণ করা হয়েছে ইকোপার্ক।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ পার্কে নগরের ব্যস্ততা ফেলে স্বস্তির খোঁজে প্রতিদিন আসেন বিনোদনপ্রেমীরা। এখানে দিনের তীব্র রোদে খড়ের ছাউনির ছায়ায় আছে নিজেকে জিরিয়ে নেওয়ার পরিবেশ। সকালে পার্কের বিলে উড়ে আসে পাতি সরালি, সাদা বকের মতো অনেক পাখি। যেন নতুন জীবনধারা গড়ে উঠেছে খারুভাজ পার্কজুড়ে।

গঙ্গাচড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, চলতি বছরের গত ১৫ জুলাই খারুভাজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। উপজেলার বড় জলমহালগুলোর মধ্যে খারুভাজ বিলটি অন্যতম। এর আয়তন ১৮ দশমিক ৯৮ একর। বিগত সময়ে এখানে শুধু মৎস্য চাষই করতেন স্থানীয় মৎস্যজীবীরা। তদারকি না থাকায় বিলের কিছু জায়গা স্থানীয়দের দখলে চলে যায়। প্রাণ-প্রকৃতি সংরক্ষণে বর্তমান সরকার ইকোপার্ক নির্মাণের ওপর গুরুত্বারোপ করলে উপজেলা প্রশাসন খারুভাজকে নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করে।

বিলের জমি দখলমুক্ত করে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে বিলটির সংস্কার, পাড় মেরামত, বসার বেঞ্চ নির্মাণ, গোলঘর, বিশ্রামের জন্য খড়ের ছাউনি তৈরি করা হয়েছে। খারুভাজ পার্কটিকে পুরো দেশে পরিচিত করতে ঢালাই করা ‘আই লাভ গঙ্গাচড়া’ লেখা বাক্য সম্বলিত একটি দৃষ্টিনন্দন ফলক নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে রাতের সৌন্দর্য উপভোগের জন্য বিলের চারপাশে লাইট পোস্ট স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়