নিজস্ব প্রতিবেদক►
মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুমের লেখা ‘গাইবান্ধায় বঙ্গবন্ধু ও অন্যান্য প্রসঙ্গ’ গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে এ গ্রন্থটি উন্মোচন করা হয়।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রকাশনা ‘হৃদয়ে একাত্তর’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, রাজনীতিক সৈয়দ শামস-উল আলম হীরু, ওয়াজিউর রহমান রাফেল ও আমিনুল ইসলাম গোলাপ।
উন্নয়ন কর্মী ও সংগঠক প্রবীর চক্রবর্তীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থের লেখক অধ্যাপক জহুরুল কাইয়ুম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী অমিতাভ দাশ হিমুন, গৌতমাশিষ গুহ ও শিরিন আকতার। বাচিক শিল্পীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু গাইবান্ধায় মোট আটবার এসেছিলেন। সেই সময়ের প্রেক্ষাপট জানতে পরবর্তী প্রজন্ম এই বইটি পড়ে বিশেষভাবে উপকৃত হবে। আলোচকরা লেখক জহুরুল কাইয়ুমকে এ রকম একটি ইতিহাসভিত্তিক দলিল হিসেবে বইটি লেখার জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, নাট্যকারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।