নিজস্ব প্রতিবেদক►
স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ ৮ দফা দাবিতে গাইবান্ধায় এক সংহতি সমাবেশ হয়েছে। নাগরিক সংগঠন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) শহরের পৌর শহীদ মিনার চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ দফা দাবিগুলো হচ্ছে- বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, গাইবান্ধা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু, শহরের যানজট নিরসন, ঘাঘট লেক বাস্তবায়ন, স্বাস্থ্যবোর মান উন্নয়ন এবং কৃষিভিত্তিক কারখানা প্রতিষ্ঠা।
গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহার উল মান্নান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ , জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহবায়ক গোলাম রব্বানী, সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান, বাসদের (মার্কসবাদী) জেলা নেতা অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী ও কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নারী মুক্তি কেন্দ্রের জেলা আহবায়ক রোকেয়া খাতুন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা আহবায়ক ইসরাত জাহান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক মৃনাল কান্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, গণতান্ত্রিক ছাত্র জোটের জেলা আহবায়ক শামীম আরা মিনা প্রমুখ।
বক্তারা ৮দফা দাবি বাস্তবায়নে গাইবান্ধার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।