• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১২
  • ৭০ বার দেখা হয়েছে

১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড পীরগাছার ২০ গ্রাম

১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড পীরগাছার ২০ গ্রাম

পীরগাছা (রংপুর) প্রতিনিধি ►

রংপুরের পীরগাছায় ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অন্তত ২০টি গ্রাম।  সোমবার রাত সোয়া ১০টার দিকে আকস্মিক বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়। এতে ধসে গেছে অসংখ্য ঘরবাড়ি। উপড়ে গেছে গাছ-পালা। বিভিন্ন এলাকায় গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে ধান, ভুট্রা, কলা, আম ও লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া, রহমত চর, ছাওলা ইউনিয়নের পাওটানা, শিবদেব চর, গাবুড়া এবং ইটাকুমরী, পারুল ইউনিয়নের মহিষমুড়িসহ প্রায়  ২০টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১০ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। ফলে পুরো উপজেলা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
তীব্র ঝড়ে ব্রাহ্মণীকুন্ডা বাজারের মদিনাতুল উলুম নূরানী হাফেজি ও ক্বওমি মাদ্রাসার ঘর পড়ে গেছে। চৌধুরাণী- কান্দি সড়কে অসংখ্য গাছ পড়ে যায়। পরে স্থানীয়রা গাছ সরিয়ে ফেলে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করেন।

উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমত চরে ঘরের উপর গাছ ভেঙে পড়ে একটি গরুর মৃত্যু হয়েছে। গরুর মালিক হাসান মাহমুদ জানান, গোয়াল ঘরে কয়েকটি গরু ছিল। ঝড়ের সময় ঘরের উপর গাছ ভেঙে পড়লে একটি গরু মারা যায়।  এছাড়া আরও দুইটা ঘর একদম ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে আছি। তাম্বুলপুর এলাকার শাহীন পাটোয়ারী বলেন, অন্য এলাকার মতো তাম্বুলপুরে ঘর-বাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদ বলেন,  কালবৈশাখী ঝড়ে অনেক বাড়িঘর ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে। পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করছি। তাদের সহযোগিতা করা হবে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের ডিজিএম মোজাম্মেল হক বলেন, ঝড়ে পীরগাছায় অন্তত ২০টি স্থানে বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে এসব খুঁটি পরিবর্তনে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়