Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৫৮

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এ সময় এসব ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজ (রবিবার, ১১ আগস্ট) দুপুরে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ সনাতনী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করে সনাতনী ছাত্র-জনতা আন্দোলন।

এতে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন থেকে সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর সংঘটিত হওয়া নির্যাতন, ভাঙচুর, লুটপাটসহ সব ধরণের নির্যাতনের সাথে জড়িত সকল দুষ্কৃতকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad