Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৪-২০২৩, সময়ঃ সকাল ১০:২২

সড়কে লাশ রেখে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়ায় তিন পুলিশসহ আহত ১০

সড়কে লাশ রেখে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়ায় তিন পুলিশসহ আহত ১০

রংপুর সংবাদদাতা ►

রংপুর নগরীর খামারপাড়ায় ছাদ থেকে পড়ে নুর আলম (১৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় মরদেহ নিয়ে বিােভ ও সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ রেলক্রসিং এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। 

বিােভের এক পর্যায়ে খামারপাড়া ও চুড়িপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রংপুর নগরীর লালবাগ খামার এলাকায় ফকির চানের বাড়িতে আগুন লাগে। বিষয়টি দেখতে ও ছবি তুলতে লালবাগ চুড়িপট্টি এলাকায় মানুষ ভিড় করে। এ সময় লোকজন মাজেদুল ইসলামের এক ব্যক্তির বাড়ির ছাদে উঠে। মাজেদুল তাদের ছাদ থেকে নামতে বললে বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে নুর আলম নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে চুড়িপট্টি ও খামারপাড়া এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পরে কমপে ১০ জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। 

এদিকে সোমবার নুর আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় মঙ্গলবার ইফতারের পর চুড়িপট্টি এলাকার শত শত নারী-পুরুষ নুর আলমের মরদেহ লালবাগ রেলক্রসিং এলাকায় রেখে বিােভ শুরু করে। এ সময় বাড়ির মালিক মাজেদুল ইসলামের বিচার দাবি করা হয়।  

চুড়িপট্টি এলাকাবাসীর দাবি, নুর আলম হত্যার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেয়নি। পুলিশ ময়না তদন্তের প্রতিবেদন না দিয়ে মরদেহ দাফন করতে চাপ দিচ্ছে। তাই মামলাটি পিবিআই কিংবা সিআইডি’র কাছে হস্তান্তরের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

রাত ৯টার দিকে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী বিােভ ও সড়ক অবরোধ সরিয়ে নেয়। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী রাতে জানান, এলাকাবাসী সড়ক থেকে মরদেহ সরিয়ে নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad