নিজস্ব প্রতিবেদক►
আর্তমানবতার সেবায় প্রতিবন্ধী শিশুদের মাঝে কয়েক বছর ধরে হুইল চেয়ার বিতরণ করে আসছে সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে প্রতিষ্ঠিত স্বপ্নসিঁড়ি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এরই ধারাবাহিকতায় সংগঠনটি শনিবার (২৯ জুলাই) সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের পশ্চিম বারোবলদিয়া নামক গ্রামে শারীরিক প্রতিবন্ধী শিশু রাকিব মিয়াকে (১৫) একটি হুইল চেয়ার বিতরণ করে। রাকিবের বাবা আইয়ুব আলী ও মাফরিদা বেগম তাদের সন্তানের জন্য এই হুইল চেয়ারটি পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সকলকে।
হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী চুনি ইসলাম, সাংস্কৃতিক ব্যত্তিত্ব প্রমতোষ সাহা, নাট্য ব্যক্তিত্ব রেজাউল করিম মুন্না, নৃত্যের প্রশিক্ষক মেজবাউল হক মিঠু, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মী হামিদা বানু রিকতা, দাড়িয়াপুর উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও শিশুশিল্পী রাইমা।