আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ►
গাইবান্ধার পলাশবাড়ীর পৌর শহরের বাক-শ্রবণ প্রতিবন্ধী নুরুল ইসলাম (৪৫)কে স্ত্রী কর্তৃক হত্যা চেষ্টায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রতিবন্ধীসহ এলাকার সর্বস্তরের মানুষ। ২০ মার্চ সকাল ১১টা স্থানীয় চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে গাইবান্ধা বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রফিক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য বাক্ প্রতিবন্ধী মোশারফ হোসেন, বাদল মিয়া, মিঠু মিয়া ও মিজানুর রহমান। ইশারায় তাদের দেওয়া বক্তব্যে সহায়তা করেন, সংগঠনের সদস্য মাহফুজা আক্তার মনি। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, পলাশবাড়ী পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান, শ্রমিক নেতা সুরুজ হক লিটন, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ইউসুব আলী টিপু, ছাত্র নেতা নিশান, উপজেলা সংস্কৃতিক জোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস প্রমূখ।
বক্তারা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি দিনগত রাত ১২ টার দিকে পৌরশহরের কালুগাড়ী গ্রামে ঘটনাটি সংঘঠিত হয়। নুরুলের স্ত্রী সাজেদা বেগমসহ অজ্ঞাত ৩ জন বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী নুরুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে শাবল দিয়ে মাথা সহ চোখে আঘাত করে। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তিনি অদ্যবধি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তার মাথায় ১’শ ৪৮টি সেলাই করা সহ একটি চোখ নষ্ট হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় স্ত্রী সাজেদাকে প্রধান আসামী করা সহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করা হয়েছে। বক্তারা এই নৃসংশ হত্যার উদ্দেশ্যে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী নুরুল হোসেনকে গুরুতর জখম করার প্রতিবাদে অজ্ঞাত আসামীদের চিহ্নিত করে অতিস্বত্বর গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এবং সাজেদাকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার জোর দাবী জানান।