Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৫

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি

স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী। গলাকাটায় অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকালে নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দাড়োয়ানী টেক্সটাইল মিল এলাকার বন্দরবাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।

জানা যায়, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রউফ মোল্লার ছেলে আশিকুল মোল্লা বাবু। সকালে গোঙানির শব্দে বাড়ির লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায় আশিকুল মোল্লা বাবু গলাকাটা অবস্থায় আর তার স্ত্রী ও দুই মেয়ে নিথর হয়ে বিছানায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। কিন্তু গুরুতর আহত হওয়ায় সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কি কারণে এবং কখন এ ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না।

আশিকুল মোল্লা বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, ভাই ধান, চাল ও পাটের বড় ব্যবসায়ী। সম্প্রতি ব্যবসায় আর্থিকভাবে তির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। হতাশাগ্রস্ত অবস্থা থেকে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে। 

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতবাক হয়ে পড়ছেন। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে দূরদূরান্ত থেকে লোকজন ছুটছেন পরিস্থিতি অবলোকন করার জন্য। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad