সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি►
সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মডেল মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে তিনি এর উদ্বোধন ঘোষণা করেন।
এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথভাবে ফলক উন্মোচন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল হক, উপজেলা প্রকৌশলী এস এম আলী রেজা প্রমুখ।
মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে বড় পর্দায় এসংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ষ্ঠ পর্বে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। ইতোমধ্যে মোট ৫৬৪ টি মসজিদের কার্যক্রম চালু হয়েছে। পরে প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে সৈয়দপুরের মসজিদটি উদ্বোধন ও জোহরের নামাজ আদায় করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, ইসলামীক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা সাদেকিন আলমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কার্যালয়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও্ জন প্রতিনিধি, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন এবং সাধারণ মুসল্লীরা অংশ গ্রহণ করেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার নর্দার্ন টেকনোট্রেড কোম্পানী ২০১৯ সালের সেপ্টেম্বর কার্যাদেশ পায়। তবে কাজ শুরু করে ২০২২ সালের জুনে। চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ ছিল। তবে মসজিদের কাজ এখনও সম্পন্ন হয়নি। বিশেষ করে লাইটিং ও মেঝের টাইলস লাগলো বাকী আছে। ১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে।
এব্যাপারে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাসানুজ্জামান ও নাজমুল হক বলেন, বাকী কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করা হবে। তবে মসজিদের নামাজের স্থান প্রস্তুত হয়েছে। আগামী শুক্রবারই ইনশাআল্লাহ জুমআর নামাজ আদায় করা যাবে। আজও উদ্বোধনের পর জোহরের নামাজ পড়া হয়েছে।
উল্লেখ্য, আজ সৈয়দপুরসহ নীলফামারী জেলার সদর, কিশোরগঞ্জ ও ডোমার উপজেলায়ও মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এসব মসজিদে ওজুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।
এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামি গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা রাখা হয়েছে।