সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
আজ শনিবার (৬ জানুয়ারি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনী উপকরণ পৌঁছানো হচ্ছে।
আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সার্বক্ষনিক দায়িত্বে রয়েছেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১১৪টি ভেটে কেন্দ্রের ৮৪৭ টি বুথের বিপরীতে ১১৪ জন প্রিজাইডিং অফিসসার, ৮৪৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৬৯৪ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলায় মোট ভোট সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। তুলনামুলক ভাবে নারী ভোটারের সংখ্যা বেশি।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জোট প্রার্থী জাতীয় পাটির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কৃষক-শ্রমিক-জনতালীগ প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, জাসদ প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট খন্দকার রবিউল ইসলাম, বিএনএফ প্রার্থী মো. ওমর ফারুক সিজার, বাংলাদেশ কল্যাণ পাটি মোছা: আইরিন আকক্তার, এনপিপির মোছা. মর্জিনা বেগম, বাংলাদেশ কংগ্রেস পাটির মো. ফখরুল হাসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি), জয়নাল আবেদীন (ট্রাক)।
উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন জানান, নির্বাচনের সকল উপকরণ প্রিজাইডিং অফিসারদের নিকট বুঝে দেয়া হয়েছে। এছাড়া জরুরী ভিত্তিত্বে ঘাটতি উপকরণ পৌচ্ছে দেয়ার ব্যবস্থা রয়েছে।
থানার ওসি মাহবুব আলম জানান, পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে একজন করে অস্ত্রধারী পুলিশ অফিসার, সদস্য ও আনসার থাকবে। এছাড়া ইউনিয়ন ভিত্তিক মোবাইল টিম নিয়োজিত থাকবে।
উপজেলা নিবার্হী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. তরিকুল ইসলাম জানান, নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী উপকরণ পৌচ্ছে গেছে। নির্বাচনের দায়িত্বে পাঁচ স্তরের আইনশৃঙÍলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।