Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪২

সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী মোস্তফা শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (২৭ আগস্ট) গাইবান্ধার জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল তাকে শপথ বাক্য পাঠ করান।

এদিকে আগামীকাল (২৮ আগস্ট) সোমবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। ।

গত ১৭ জুলাই উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেহেদী মোস্তফা (নৌকা মার্কা) ৪ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম (টবিল ফ্যান) পেয়েছিলেন ৩ হাজার ৫০৮ ভোট।

চন্ডিপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৮৮জন। ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘদিন হতে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad