নিজস্ব প্রতিবেদক►
প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রসব সেবার উপর অধিক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরগঞ্জে বউ-শাশুড়ির মিলনমেলা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার ঘাগোয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে দিনব্যাপী এ ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় উপজেলার বউ-শাশুড়িদের অংশগ্রহণে নানা ধরনের খেলা, কুইজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী বাহারাম খান, টেকনিক্যাল ম্যানেজার ডা. শামীমা বিলকিছ এবং আমন্ত্রিত এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ ঘগোয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী ।
উক্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক মহোদয়সহ ফ্যামিলি প্লানিং বিভাগের সকল কর্মকর্তা ও বউ শাশুড়ীদের নিয়ে এক অনারম্বরপুর্ণ আয়োজনে বিনোদনসহ পারিবারিক বন্ধনে বউ শাশুড়ির মিলনমেলা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা KOICA এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশন মমতা প্রকল্পটি গাইবান্ধার চারটি ইউপজেলার ১১ টি স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে ২৪/০৭ দিন বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা দিয়ে আসছে।