Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩২

সুন্দরগঞ্জে সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠে জলাবদ্ধতা

সুন্দরগঞ্জে সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠে জলাবদ্ধতা

সুন্দরগঞ্জ প্রতিনিধি►

এক সপ্তাহ হতে বৃষ্টি বাদল নেই উপজেলায়। গত ২০ দিন আগের বৃষ্টির হাটু পানি আজও জমে রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। অথচ দেখার কেউ নেই। সে কারনে শিক্ষার্থীরা স্বাধীনভাবে মাঠে চলাফেরা করতে পারছে না। স্কুলের পশ্চিম পাশের রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা শুধু পূর্ব পাশের রাস্তা দিয়ে চলাচল করছে। শিক্ষার্থী এবং অভিভাবক মহল পৌর মেয়র ও প্রশাসনর হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলার প্রাণকেন্দ্রে সরকারি হাই স্কুলটি অবস্থিত। শিক্ষার্থীর সংখ্যা অন্তত ৬০০ জন। স্কুলটির একপাশে চলছে ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ। নির্মাণ সামগ্রী রাখার কারণে মাঠের অনেকটা টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুরাতন একটি ভবনে চলছে পাঠদান। স্কুলটির মাঠের দক্ষিণ পাশে রয়েছে একটি পুকুর। পানি নিস্কাশনের কোন ড্রেন নেই। বৃষ্টি আসলেই গোটা মাঠে জমে যায় হাটু পানি।

স্কুলের সপ্তম শ্রেনির শিক্ষার্থী নয়ন মিয়া বলেন বৃষ্টি শুরু হলে স্কুল মাঠে হাটু পানি জমে যায়। বর্তমানেও মাঠের পশ্চিম পাশে হাটি পানি জমে রয়েছে। সে কারনে ওই পাশের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে গেছে। খেলাধুলার জন্য আলাদা মাঠ থাকলেও  স্কুলে আসা যাওয়া ও চলাফেরা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে। পানি সরানোর ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।

পৌর মেয়র এবং স্কুল কর্তপক্ষকে দায়ি করে অভিভাবক রাজু মিয়া বলেন, সরাদেশে ডেঙ্গুর প্রার্দুভাব বেড়ে গেছে। এ সময় স্কুলর আশপাশ পরিকার-পরিছন্নতা রাখা একান্ত প্রয়োজন। অথচ গত ২০দিন ধরে স্কুল মাঠে হাটু পানি জমে রয়েছে দেখার কেউ নেই। একটি সরকারি স্কুলের যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের কি হবে। অতিদ্রুত পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবন্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক জানান, পানি নিস্কাশনের জন্য কোন প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পৌর কর্তপক্ষ সরকারের নিকট পৌর কর আদায় কররেও এখন পর্যন্ত সেবা নিশ্চিত করেনি। লিখিত ভাবে বিষয়টি পৌর মেয়র এবং প্রশাসনকে এখনো জানানো হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল জানান, স্কুল মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে বিষয়টি তিনি জানেন না। দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে।

পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু জানান, এখন পর্যন্ত পৌরসভায় শতভাগ ড্রেনেজ ব্যবস্থা চালু হয়নি। সে কারনে বৃষ্টি বাদলে ক্ষনিকের জন্য হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারি হাই স্কুলের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা অতিদ্রুত করা হবে।

উপজেলা নিবার্হী অফিসার ও ওই স্কুলের সভাপতি মোহাম্মদ নূর-এ আলম বলেন বিষয়টি তাঁর জানা নাই। খোঁজ নিয়ে পৌর মেয়রের সাথে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা নেয়া হব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad