নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সুন্দরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রকাশিত সুপ্রকাশ সাহিত্য সংসদের (সুসাস) বিশেষ সংখ্যা ‘বোধন’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাইতানতলা সর্বজনীন শ্রীঅঙ্গন মন্দিরে এ প্রকাশনা উৎসব হয়।
নিভৃতচারী লেখক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা।
সুসাসের সাধারণ সম্পাদক ও বোধন সম্পাদক কঙ্কন সরকারের সঞ্চালনায় মোড়ক উন্মোচনে বক্তব্য দেন বোধন’র উপদেষ্টা সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক শিশির কুমার সরকার, সাংস্কৃতিক সংগঠক জয়ন্ত সরকার, লেখক ও প্রভাষক তপন কুমার পাটোয়ারী, শিক্ষক অরবিন্দ কুমার মোদক, সংগঠক ও সংগীত শিল্পী চন্দন সাহা বাপ্পী, লেখক ও শিক্ষক ফটিক বর্মণ, কথাসাহিত্যিক হাসান রোকন, সংগঠক দীপ্ত সরকার, নিপুণ সরকার প্রমুখ।
বোধন’র প্রকাশনা উৎসবে মন্দিরের পূজারি, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।