সুন্দরগঞ্জ প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস আদালত রাজনৈতিক দল ও তার সহযোগি সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পন, দলীয় ও কালো পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, তরাবক বিতরণ, পুরস্কার বিতরণ, যুব, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে চেক বিতরন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলে আলোচনা সভা ও পুরস্কার এবং চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামন, উপজেলা প্রকৌসুলী শামসুল আরেফীন খান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল হক, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমুখ।
পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং যুব, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ করেন অতিতিবৃন্দ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য প্রদান করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পাটি পৃথকভাবে দলীয় কার্যালয়ে দিবসটি পালনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করেন।