সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত নুর আলম মিয়া (২৪) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৪ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
পুলিশ এ ঘটনায় সাজু মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। নুর আলম মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের হাফিজার রহমানের ছেলে।
জানা গেছে, ৮ জানুয়ারী সোমবার প্রতিবেশি মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সাথে নিহত নুর আলমের পিতা হাফিজার রহমানের বিরোধী জমি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষ বাধে । এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে নুর আলমসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে নুর আলম গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহদের উদ্ধার করে গাইবান্ধা এবং সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নুর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধী অবস্থায় রোববার সে মারা য়ায়।
থানার ওসি মাহবুব আলম জানান, গত সোমবার ঘটনার পরে এ নিয়ে থানায় মামলা হয়েছে। আজ রবিবার গুরতর আহত নুর আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।