সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা'র কারামুক্তি দিবস পালন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, দপ্তর সম্পাদক এস এম মঞ্জুরুল ইসলাম বকুল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম কামরুল হুদা রাজু প্রমূখ। এতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করা হয়।