তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের জসিম উদ্দিন (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিত্বে মধ্য চণ্ডিপুর গ্রামের তিস্তা পিসি গার্ডার সেতুর সংযোগ সড়কের পাশে পতিত জমি হতে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
জসিম উদ্দিন মধ্য চণ্ডিপুর গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে।
পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় জসিম উদ্দিন সন্ধ্যায় বাড়ি হতে বের হয়ে এবং রাত ১০টার মধ্যে বাড়ি ফিরে আসে। কিন্তু বুধবার দিবাগত রাতে সে বাড়িতে ফিরে আসে নাই। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সড়কের পাশে পতিত জমিতে জসিম উদ্দিনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয়দের ধারনা প্রেম সংক্রান্ত ঘটনার কারনে জসিম উদ্দিন খুন হতে পারে।
চণ্ডিপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, কি কারণে সে খুন হয়েছে, তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। তাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এলাকার অনেকের ধারনা প্রেম সংক্রান্ত বিষয়ে তাকে খুন করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার এসআই মো. মুমিনুল ইসলাম বলেন, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলছেন প্রেম ঘটিত কারণে তার মৃত্য হয়েছে।