পঞ্চগড় প্রতিনিধি ►
সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সম্মত হয়েছে বিজিবি ও বিএসএফ। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে দুই বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এ সভার আয়োজন করে। এতে বিজিবি ঠাকুরগাঁও সেক্টর ও দিনাজপুর এবং বিএসএফের কিষানগঞ্জ সেক্টর ও ফুলবাড়ি বিএসএফ কর্মকর্তারা অংশ নেন।
বিজিবির পে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান। আর বিএসএফের পে নেতৃত্ব দেন ভারতের কিষানগঞ্জ বিএসএফ সেক্টরের ডিআইজি সিডি আগারওয়াল। সভায় সীমান্ত হত্যা বন্ধ, মাদকদ্রব্য, চোরাচালান বন্ধসহ দু’দেশের সীমান্ত সুরার বিষয়ে বিশদ আলোচনা হয়।
এর আগে বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি সিডি আগারওয়ালের নেতৃত্বে বিএসএফ প্রতিনিধি দল বাংলাবান্ধা বন্দরে এলে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় বিজিবি। পরে বাংলাবান্ধা স্থলবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। এর পর দুই বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক জানান, দু’দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, তথ্য আদান-প্রদানসহ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়প সম্মতি দেয়। এ ছাড়া সভাকে স্মরণীয় করে রাখতে একটি স্মারকচিহ্ন বিনিময় করা হয়েছে বলেও জানান তিনি।