Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৫

সিপিবির গাইবান্ধা সদর উপজেলা সম্মেলন: সভাপতি ছাদেকুল, সম্পাদক মুরাদ

সিপিবির গাইবান্ধা সদর উপজেলা সম্মেলন: সভাপতি ছাদেকুল, সম্পাদক মুরাদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলার একাদশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ছাদেকুল ইসলাম মাস্টারকে সভাপতি ও অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি নির্বাচন করা হয়।

এর আগে, বেলা ১১টার দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজির রহমান রাফেল। 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের সূচনা হয়। পরে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক করে গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে এসে সমাবেশে মিলিত হয়। 

সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সম্মেলনের প্রধান অতিথি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী। 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে কমিউনিস্ট পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং অতীতের ধারাবাহিকতায় কমিউনিস্ট পার্টি সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আর সেজন্য পার্টির নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহনের আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad