Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৮

সাদুল্লাপুরে ১০৮ পূজা মন্ডপের জন্য ৪৯৮ আনসার বাছাই

সাদুল্লাপুরে ১০৮ পূজা মন্ডপের জন্য ৪৯৮ আনসার বাছাই

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলার ১০৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপে পিসি-এপিসি সহ ৪৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। 

আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওইসব সদস্য বাছাই করা হয়। এই কর্যক্রমে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন, সাঘাটা উপজেলা কর্মকর্তা মোছা. সাহেনা খাতুন, সাদুল্লাপুর উপজেলা প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশিক্ষক মো. ফজলে রাব্বী প্রমূখ। 

বাছাই কার্যক্রমে সাদুল্লাপুর উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে ২৮২ জন পুরুষ ও ২১৬ জন নারী সদস্য বাছাই করা হয়। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মÐপে ৮ জন, গুরুতর ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৬ জন ও সাধারণ মণ্ডপে ৪ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন ও প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল বলেন, যাতে করে হিন্দুধর্মালম্বী সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে পালন করতে পারে, সে ব্যাপারী আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad