Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৮

সাদুল্লাপুরে বিদ্যালয়ে এলেই দুধ পাবে শিক্ষার্থীরা

সাদুল্লাপুরে বিদ্যালয়ে এলেই দুধ পাবে শিক্ষার্থীরা

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলার দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে বিনামূল্যে দুধ খাওয়ানোর এ কার্যক্রম শুরু হয়েছে। স্কুলে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থী টিফিন পিরিয়ডে পাবে ২০০ গ্রাম গরুর দুধ। এটি পান করলে ক্ষুধাভাব কেটে যাবে তাদের। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী’র মাধ্যমে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. সুমনা আক্তার, ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহেল কাফি, শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার উত্তর কাজীবাড়ী সন্তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮১ জন শিক্ষার্থীকে টিফিন পিরিয়ডে বিনামূল্যে দুধ খাওয়ানো হবে। এটি পাইলট প্রকল্প। এর বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন আব্দুল্লাহেল কাফি বলেন, ‘রংপুর ডেইরি থেকে অত্যন্ত পুষ্টিগণ সম্পন্ন এ দুধ সরবরাহ করা হচ্ছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা ননী গোপাল বলেন, ‘এ কর্মসূচি প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করবে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad