Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৮-২০২৪, সময়ঃ দুপুর ০১:৩১

সাদুল্লাপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাদুল্লাপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঢাকাগামী বাসের চাপায় তপন চন্দ্র সাহা (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রবিবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধাপেরহাটের পালানপাড়ার উত্তরা ব্যাংক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তপন চন্দ্র সাহা উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় সাহাপাড়া গ্রামের মৃত হরিপদ সাহার ছেলে। তিনি  গালামালের ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে তপন চন্দ্র সাহা ধাপেরহাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ঢাকাগামী ‘আয়ান এন্ড সোমা এন্টারপ্রাইজ’ এর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তপন চন্দ্র সাহা বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই তিনি মারা যান।

উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুকুর আলী জানান, এ ঘটনায় বাসটির চালক ও তার সহকারী পালিয়েছে। তবে বাসটি হেফাজতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad