Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৩-২০২৩, সময়ঃ সকাল ০৮:৫১

সাদুল্লাপুরে ট্রাক্টরের দখলে রাস্তাঘাট

 সাদুল্লাপুরে ট্রাক্টরের দখলে রাস্তাঘাট

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুরে অবৈধ ট্রাক্টরের বেপরোয়া গতিতে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। আর ধুলোবালুতে দূষিত হচ্ছে পরিবেশ। ফলে ভোগান্তির শিকার হচ্ছে মানুষরা। প্রকাশ্যে এসব দানব বাহন দাপিয়ে বেড়ালেও প্রশাসন নিরব দর্শকে ভূমিকা পালন করছে বলে ভুক্তভোগিদের অভিযোগ। 

সরেজমিনে এমন এক চিত্র দেখা গেছে, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দরুহিয়া গ্রামের একাধিক স্থানে। সেখানে কামারপাড়া ইউনিয়নের আব্দুল খালেক মিয়া নামে এক ব্যক্তি ভেকু (স্কাভেটর) মেশিন দিয়ে নির্বিকারে মাটি কেটে বিক্রি করছে। সেই মাটি ট্রাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, সাদুল্লাপুর-ধাপেরহাট পাকা সড়ক ঘেঁসে খোর্দ্দরুহিয়া গ্রামের রাশেদ মিয়ার পুকুর থেকে ভেকু দিয়ে এই মাটি উত্তোলন করা হচ্ছে। পুকুরটি গভীর হওয়ার ফলে সদ্য নির্মাণাধীন সড়কটির প্যালাসাইডিং ধ্বসে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। এছাড়া মাটিগুলো ট্রাক্টর দিয়ে অন্যত্র বহন করায় গ্রামীণ মেঠোপথসহ পাকা রাস্তা দেবে গিয়ে য়তি হচ্ছে। একই সঙ্গে হাওয়ায় ধুলাবালি উড়ে গিয়ে পরিবেশ দূষিতসহ মানুষ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন। 

সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় সংবাদকর্মীদের বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে মাটি উত্তোলন স্থানে পুলিশ পাঠিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয় কিন্তু তা এখনো বন্ধ হয়নি। 

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম জানান, ওইস্থানে মাটি কেটে ট্রাক্টরে বহন করা হচ্ছে, সেটি তার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad