সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশের অর্ধ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের মাথা ভেঙ্গে রেখে গেছে দূর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এই কাজটি করে। কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা ! প্রশ্ন উঠেছে এলাকাবাসীর। আজ বৃহস্পতিবার এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ মিয়া সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ করেছেন।
সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ে প্রবেশের সড়কের দুই ধারের ও বিদ্যালয়ের মাঠের চারদিকে ৬ থেকে ৭ ফুট উচ্চতার অর্ধ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের মাথা ভাঙ্গা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ মিয়া জানান, সম্প্রতি বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়েছে। এখনও বিদ্যালয়ের চারপাশের প্রাচীর নির্মাণ করা সম্ভব হয় নাই। এবং নৈশ প্রহরীও নিয়োগ প্রদান করা হয় নাই। এছাড়া উপজেলা শহর থেকে একটু দূরে হওয়ায় প্রায়ই রাতে এই মাঠে মাদক বিক্রেতা ও মাদক সেবীরা ভীড় জমায়। এর আগে ৭-৮জন মাদকসেবীকে পুলিশ আটকও করেছে। এ কারণে ধারণা করা হচ্ছে রাতের আধারে মাদক বিক্রেতা ও মাদক সেবীরা এই কাজটি করেছে।
সাদুল্লাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) তাহসিন আহমদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়া হবে।