সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (২ মে) সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব জানান, এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবু সাআদাত শাহ্ মোঃ ফজলুল হক রানা (আ’লীগ), সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান মুন্সি (বিএনপি), মোঃ রেজাউল করিম রেজা (কৃষকলীগ), মোঃ আজিজার রহমান (আ’লীগ), মোঃ সাহীন আলম, মোঃ নুর আজম মন্ডল নীরব (আ’লীগ), সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খাদেমুল ইসলাম খুদি (জাসদ)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোঃ মোন্তেজার রহমান চঞ্চল, মোঃ আছকালাম আকন্দ, মোঃ শাহ আলম, মোঃ এনামুল হক মন্ডল, মোঃ মিজানুর রহমান ও মোঃ নুর আলম মন্ডল।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্র্থীরা হলেন, মোছাঃ আকতার বানু লাকী, মোছাঃ লাভলী বেগম, মোছাঃ আর্জেনা বেগম ও মোছাঃ মাহমুদা বেগম।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে।