• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৩-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০০
  • ৫৯ বার দেখা হয়েছে

সাঘাটায় সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাঘাটায় সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক►

এসকেএস ফাউন্ডেশন ও ডব্লিউডিপি এর যৌথ আয়োজনে আজ সোমবার (২৫ মার্চ) গাইবান্ধার সাঘাটার এসকেএস ভরতখালি রিসোর্স সেন্টারে দিনব্যাপী সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

জনঅংশগ্রহণ ও সামাজিক নিরীক্ষা বিষয়ে কমিউনিটি তথা ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাইজিং ফর রাইটস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

সাঘাটা ও মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সদস্য, নারী ফোরাম সদস্য, কমিউনিটি-লেড মনিটরিং টিম, শিক্ষক, সিবিও/সিএসওসহ ৩০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ও নিরাপদ পরিচালিত স্যানিটেশন পরিষেবা নিশ্চিতকরণে সামজিক নিরীক্ষার উপর জোর দেয়া হয়। সামাজিক নিরীক্ষা বাস্তবায়নে অংশগ্রহণকারীগণ মুক্তিনগন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা প্রনয়ণ করেন। 

প্রশিক্ষণে সহায়ক হিসেবে সেশন পরিচালনা করেন এডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর জেভিয়ার স্কু। প্রশিক্ষণের উদ্বোধন করেন পিডব্লিউডি এর প্রধান নির্বাহী ফরিদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়