সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটায় শ্রীধাম দাস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (রবিবার, ২৭ অক্টোবর) সকালে এলাকাবাসী উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে। ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে উপজেলার সদরের সকল রাস্তায় বিক্ষোভ করেন।
উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সেচ পাম্প মালিক মিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, রাজিব ও শ্রীধামের বড় ভাই সুভাষচন্দ্র দাস। বিক্ষোভ চলাকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী উপস্থিত হয়ে শ্রীধামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তাতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য. বোনারপাড়া ইউনিয়নের ছাট কালপানি গ্রামে অবস্থিত পূজামন্দির থেকে অবৈধ উপায়ে বৈদ্যুতের সংযোগ না দেওয়াকে কেন্দ্র করে ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বোনার পাড়া বাজারের মাছের দোকানে গিয়ে শ্রীধাম এর ওপর দুর্বৃত্ত হামলা চালায় । এতে শ্রীধাম গুরুতর ভাবে আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামের জোবেদ আলীর ছেলে মিলন, আবু কালাম, এরশাদ, লিটন, মোজাম্মেলের ছেলে রফিকুল ইসলাম ও তোজাম্মেল হকের ছেলে তুহিন মিয়াসহ ৬ জনকে আসামী করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।