Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২২

সাঘাটায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা

সাঘাটায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা

সাঘাটা প্রতিনিধি

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উৎসব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে দুর্গোৎসব চলাকালে প্রতিটি পূজা মন্ডপ থাকবে কঠোর নজরদারীতে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দূর্গোৎসব পালনের লক্ষ্যে সাঘাটায় প্রতিটি পূজা মন্ডপ কর্তৃপক্ষ ও সনাতন ধর্মীয় নেতাদের নিয়ে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির ছিলেন,স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পররিবার পারিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান, থানা অফিসার ইনচার্জ রাকিব হাসান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সহ-সভাপতি হায়দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাঘাটা উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার চন্দ প্রমুখ ।

এ সময় প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি তাঁর বক্তব্যে বলেন, এ বছর কঠোর নিরাপত্তা সাথে জাঁকজমকপূর্নভাবে দুর্গোৎসব পালনের জন্য সবধরণের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারী ভাবে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে । কোন রকম অপ্রীতিকর ও সামপ্রদায়িক উসকানিমূলক ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন পরিষদের সভাপতি/সেক্রেটারী ও জনপ্রতিনিধিদেরকে সতর্ক থাকতে হবে। দুর্গোৎসবে প্রশাসনের দেয়া সিদ্ধান্ত মেনেই যাতে পূজা উদযাপন করা হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এছাড়াও দুর্গোৎসব চলাকালীন নিজেই সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলার এলাকায় এলাকায় ঘুরে সকল পূজা মন্ডপ পরিদর্শন করার জন্য সনাতন ধর্মলম্বীদের আশ্বাস দেন এমপি মাহমুদ হাসান রিপন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad