Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৪

সাঘাটায় যৌন হয়রানি-বাল্যবিয়ে-দুর্নীতিরোধে সাংস্কৃতিক পদযাত্রা

সাঘাটায় যৌন হয়রানি-বাল্যবিয়ে-দুর্নীতিরোধে সাংস্কৃতিক পদযাত্রা

সাঘাটা প্রতিনিধি

যৌন হয়রানি, যৌতুক, বাল্যবিয়ে, ঘুষ ও অনিয়ম-দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাঘাটায় ভূমিহীন সমিতির উদ্যোগে ২ দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে ওই পদযাত্রা উপজেলার জুমারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে বাদিনার পাড়া এলাকার মন্ডল বাজারে গিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার সাঘাটা বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়াহাটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ এর মধ্যদিয়ে এ পদযাত্রা সমাপ্ত হয় । 

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কান্তি, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, ভুমিহীন সমিতির নারী বিষয়ক সম্পাদক সুমিত্রা রাণী,শিক্ষিকা রুমি বেগম, কিশোরী ছাবিহা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে আইন  আছে, কিন্তু আইন সম্পর্কে মানুষের ধারণা  ও যথাযথ প্রয়োগ না থাকায় নারীনির্যাতন,যৌনহয়রানী ,যৌতুক ও বাল্যবিয়ে দুর্নীতি,ঘুষ ও অনিয়ম বেড়ে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই সামাজিক ব্যাধি  প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রচলিত আইন যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করার আহবান জানান ভুমিহীন নেতারা। 

এ সাংস্কৃতিক পদযাত্রা ও সমাবেশে প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ, কিশোর,কিশোরী অংশ নেন। সমাবেশ শেষে সাংসাকৃতিক অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ ও ভুমিহীনদের পুনর্বাসনের উপর গণনাটক  উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad