সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার উপজেলার বিআরডবি'র সাবেক চেয়ারম্যান,পিস এম্বাসেডর (পিএফজ) ও প্রথম শ্রেণির ঠিকাদার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও সুজন -সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে আজ সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দি ভাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার । বিশেষ অতিথি ছিলেন তানজিমা হোসেন মজুমদার, সুজনের গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চাক্রবর্তী, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু।
সুজনের সাঘাটা উপজেলা সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী সাজুর সভাপতিত্বে এবং সাঘাটা উপজেলা পিএফজি সদস্য- সোয়াইবুর রহমান সজিব এর সঞ্চালনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজনের সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহ আলম,মরহুম এর ছোট ভাই মোসলেম উদ্দিন বাবলু, এক মাত্র ছেলে শাহজাহান আলী পলাশ, আলহাজ্ব আব্দুল্যাহ আকন্দ, কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগে স্বর বর্মণ, শোক সভায় বক্তারা বীরমুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক এর কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, তিনি গত ১১মে বৃহস্পতিবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন এই মুক্তচিন্তার সাদা মনের মানুষ । তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শামছুল হক এর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলেন । এছাড়া দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ ৪ বছর সাঘাটা উপজেলার পিস এম্বাসেডর (পিএফজি) হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি টানা ৬ মেয়াদে সাঘাটা উপজেলার বিএডিবি'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার দিলেন।