সাঘাটা প্রতিনিধি►
সাঘাটায় বাড়ির ভিটা উচু করার জন্য বালু উত্তোলন করা নিয়ে সংর্ঘষে দু’পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের আতিকুর রহমান তার বাড়ির ভিটা উচু করার জন্য নিজের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করিতে থাকিলে পার্শ্ববর্তী জমির মালিক শাহ্ আলম বাঁধা নিষেধ করে এবং থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে গত মুঙ্গলবার সাঘাটা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে উক্ত ড্রেজারের পাইপ ভেঙ্গে দিয়ে চলে যায়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ বাধে।
সৃষ্ট সংর্ঘষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতরা হলেন০- চাঁনমিয়া (৬৫), লাল (৬২) ,শাহ আলম (৩৮) গোলাপী বেগম (৫০) মইনুল (৩৫) এবং অপর পক্ষের আমির উদ্দিন (৫০), রতন মিয়া (২২), ইয়াছিন (৩৫) ও আমেনা বেগম (৭২) আহত হয় ।
আহতদেরকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে উভয় পক্ষ সাঘাটা থানায় অভিযোগ দায়ের করে।