সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশিকা বোনারপাড়া শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগীতায় হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মধ্যে ১শ ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার প্রশিকা অফিস চত্বর হতে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
প্রশিকা সংস্থার বিভাগীয় ব্যবস্থাপক প্রশিকা আনন্দ মোহনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক প্রধান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রশিকা নুরুল ইসলাম রেণু। এছাড়া ফুলছড়ি প্রশিকা এলাকা ব্যবস্থাপক আলম মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোনারপাড়া প্রশিকা শাখার ম্যানেজার মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কদ্দুস, আলতাফ হোসেন প্রমুখ।