সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা প্রদানের জন্য গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৩৮৪ জন আনসার-ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। তারা উপজেলার ৫৯টি মন্দির-মণ্ডপে দায়িত্ব পালন করবেন।
আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে পিসি, এপিসি সাধারণ নারী ও পুরুষ আনসার সদস্য প্রাথমিকভাবে বাছাই করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া, সাঘাটা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাহেনা বেগম, ইন্সট্রাক্টর জনাব আলী, রাজেশ চন্দ্র ও অমলেন্দু সাজোয়ালসহ অন্যরা।
এ সময় সাঘাটা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন বলেন, সনাতন ধর্মালম্বী মানুষেরা যাতে করে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সেজন্য আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।