জয়নুল আবেদীন, সাঘাটা►
সাম্প্রতিককালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত (বারি) তিল-৬, উন্নত এই তিলের উচ্চ ফলনশীল জাতের ওপর এক মাঠ দিবস ও কৃষক সমাবেশ গাইবান্ধার সাঘাটা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার, ২২ জুন) উপজেলার হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া চরে এ উন্নত জাতের তিলের মাঠ দিবস পালিত হয়।
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার ওই মাঠ দিবস কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। এতে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার এর সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি প্রকল্প পরিচালক (পার্টনার বারির অঙ্গ) ড. জগদীশ চন্দ্র বর্মন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জুলফিকার হায়দার প্রধান (মসলা গবেষণা বগুড়া), গাইবান্ধা কৃষি গবেষণা ইনিষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও কৃষি গবেষণা ইনিস্টিউটের এর অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষকদের মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অতিথিরা সরেজমিন গবেষণা মাঠ পরিদর্শনপূর্বক কৃষকদের সাথে মতবিনিময় করেন। ওই মাঠ দিবস ও কৃষক সমাবেশে বিজ্ঞানী এবং স্থানীয় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।