• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৫-২০২৪, সময়ঃ রাত ০৭:৩১

সাঘাটায় এলজিইডির ৪টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

সাঘাটায় এলজিইডির ৪টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ পর্যায়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অধীনে ৪টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন আজ (বৃহস্পতিবার, ২৩ মে) বিকেল ৩ টা থেকে পর্যায়ক্রমে এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 

রাস্তা ৪টি হলো- উপজেলার (হলদিয়া ইউনিয়নের চর নলছিয়া স্কুল সংযোগ সড়ক স্কুল কোড ১০৮০৬০৭০১ চেইনেজ ৩৪৯৬-৪৪৯৬  হলদিয়া ইউ,পি হেডকোয়াটার হতে জুমারবাড়ী ইউ,পি হেডকোয়াটার) চেইনেজ ০০ মি: পর্যন্ত উন্নয়ন, ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া পাকা সড়ক হতে চিথুলিয়া আফতাব মন্ডলের বাড়ীর সড়ক, চেইনেজ ০০- ৭৭২ মি: পর্যন্ত,সাহাপাড়া আর এন্ড এইচ সড়ক- সাকোয়া পাকা সড়ক চেইনজ ৬০০-৯৪০ মি: পর্যন্ত সড়ক ও উল্যা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক চেইনেজ ০০-৫৩০ মি: পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদে। 

সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. সামশীল আরেফিন টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নয়ন রায়, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাফুজার রহমান মাফুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়