Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৬

সাঘাটায় মাথার খুলি-হাড়সহ যুবক আটক

সাঘাটায় মাথার খুলি-হাড়সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক►

সাঘাটায় মানুষের মাথার খুলি ও হাড়সহ জয়নুল আবেদীন জয় (৪৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান।

জয়নুল আবেদীন জয় সাঘাটা উপজেলার কালপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ সুপার বলেন, আটক যুবক সক্রিয় প্রতারক দলের সদস্য। গোপন সংবাদে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নিজগ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মাথার খুলি, একটি হাড় দণ্ড, ৪টি ওয়াকিটকি চার্জার, কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের ৫৫টি চেক বই, ১০টি সিসি ক্যামেরা, একটি ভিডিও রেকর্ডার এবং একটি ২৮ ইঞ্চি স্যামসাং মনিটর জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক এসব মালামাল প্রতারণার কাজে ব্যবহার করতেন বলে জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা। এ ঘটনায় সাঘাটা থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়েছে।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল-মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এবং সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad