সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলা সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘সাঘাটা প্রেসক্লাব’ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ (৫ ডিসেম্বর) মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মোহনা টিভির প্রতিনিধি সোলায়মান আলী সভাপতিত্ব করেন। সভা শেষে কাউন্সিলরদের কন্ঠ ভোটে ২০২৪-২০২৫ মেয়াদের জন্য কমিটি গঠন করা হয়। এতে দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীন সভাপতি ও স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
কমিটির অন্যন্যরা হলেন, সহ সভাপতি দৈনিক যায় যায় দিনের উপজেলা প্রতিনিাধ আনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মোহনা টিভির সাঘাটা উপজেলা প্রতিনিধি সোলায়মান আলী, দপ্তর সম্পদক দৈনিক বাহান্নর আলো পত্রিকার সাঘাটা প্রতিনিধি জাকির হোসেন লিটন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঘাটা নিউজ ডটকমের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ফিলিপস্, ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক মুক্তবার্তার উপজেলা প্রতিনিধি ইউনুস আলী চুন্নু , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাংলা খবর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি আহসান কবির সোহাগ, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক দৈনিক পরিবেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাহাবুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রামমাণ প্রতিনিধি প্রতীক ওমর , দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান লিটু ।