• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৫
  • ৫৩ বার দেখা হয়েছে

সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নির্বাচনের ভোট কাল

সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নির্বাচনের ভোট কাল

নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এ দুই উপজেলায় দুইজন চেয়াম্যান প্রার্থী, ১৫ জন ভাইস চেয়ারম্যান এবং ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপরীতে এ দুই উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৭৫২ জন। 

ইতিমধ্যে সাঘাটা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম সামশীল আরেফিন টিটু। এছাড়া এ উপজেলায় ৯ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৭১২ জন। 

অন্যদিকে ফুলছড়ি উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন ভাইস চেয়ারম্যান এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪০ জন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়