Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১২-২০২৪, সময়ঃ দুপুর ১২:২২

সাগরে লঘুচাপ, শীতের মধ্যেই ঝরতে পারে বৃষ্টি

সাগরে লঘুচাপ, শীতের মধ্যেই ঝরতে পারে বৃষ্টি

মাধুকর ডেস্ক►

দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মাধ্যাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী ৩ দিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্কত থাকতে পারে। 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার দেশের সর্বনিম্ন ৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল বুধবারও (১৮ ডিসেম্বর) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কাথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad